Logo
Logo
×

জাতীয়

ঢাকাসহ সারা দেশে ট্রেন চলাচল শুরু

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ১২:৫৪ পিএম

ঢাকাসহ সারা দেশে ট্রেন চলাচল শুরু

ফাইল ছবি

কর্মবিরতি প্রত্যাহারের পর ঢাকাসহ সারা দেশে ট্রেন চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) মধ্যরাতে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণার পর বুধবার (২৯ জানুয়ারি) ভোর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

কমলাপুর রেলস্টেশন মাস্টার আনোয়ার হোসেন জানিয়েছেন, ভোর থেকে কমলাপুর স্টেশন থেকে ট্রেন ছেড়ে যেতে শুরু করে। প্রথমে সকাল ৬টা ৩০ মিনিটে রাজশাহী অভিমুখী আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেস কমলাপুর ত্যাগ করে। তবে অনেক যাত্রী কর্মসূচি প্রত্যাহারের খবর না জানার কারণে প্রথম দিকের ট্রেনগুলোতে কিছু আসন ফাঁকা ছিল।  

সারা দেশেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। রাজশাহী স্টেশন থেকে সকাল ৬টা ১০ মিনিটে খুলনার উদ্দেশে সাগরদাঁড়ি এক্সপ্রেস, ৬টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশে মধুমতী এক্সপ্রেস, ৭টা ৩৫ মিনিটে বনলতা এক্সপ্রেস এবং ৭টা ৫০ মিনিটে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন ছেড়ে যায়।  

রানিং স্টাফরা বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধার দাবিতে কর্মবিরতির ডাক দিয়েছিলেন। কর্মবিরতির কারণে সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার পর্যন্ত সারাদেশে ট্রেন চলাচল বন্ধ ছিল, ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।  

পরে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের বাসায় বৈঠকের পর দাবি পূরণের আশ্বাসে রানিং স্টাফরা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন। মঙ্গলবার রাত আড়াইটায় বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে কর্মবিরতি তুলে নেওয়া হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন