Logo
Logo
×

জাতীয়

অনুগত-তোষামোদকারীদের প্লট উপহার দেন শেখ হাসিনা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১২:৪২ এএম

অনুগত-তোষামোদকারীদের প্লট উপহার দেন শেখ হাসিনা

শেখ হাসিনা

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার বিগত সাড়ে ১৫ বছরের শাসনামলে সরকারি চাকরি, জনসেবা ও সমজাতীয় খাতে জাতীয়ভাবে 'অসামান্য অবদানের' নামে নিজেদের ঘনিষ্ঠদের রাজউকের প্লট বরাদ্দ দিয়েছে। সবচেয়ে বেশি প্লট পেয়েছেন বিগত তিন সংসদের সাবেক সংসদ সদস্যরা, যাদের সংখ্যা অন্তত ২৫৬।

এছাড়া ৩৯ সচিব, অন্তত ৩০ সাংবাদিক এবং ৩০ শিল্পী-সংস্কৃতি কর্মীও প্লট পেয়েছেন। তালিকায় আছেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা, ব্যবসায়ী, ঠিকাদার, বিচারপতি, প্রবাসী, আইনজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ অনেকে। তাদের পরিচয় মূলত তারা প্রভাবশালী ও আওয়ামী লীগ সরকারের অনুগত অথবা তোষামোদকারী।

এমনকি শেখ হাসিনার অ্যাসাইনমেন্ট অফিসার, ব্যক্তিগত কর্মকর্তা, ব্যক্তিগত সহকারী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের অন্তত ১৫ গাড়িচালকও প্লট পেয়েছেন। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরাও প্লট নিয়েছেন।

বিগত সাড়ে ১৫ বছরে এভাবে সরকারি চাকরি, জনসেবা ও সমজাতীয় খাতে জাতীয়ভাবে 'অসামান্য অবদানের' নামে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের ঘনিষ্ঠদের প্লট দেয়া হয়েছে। রাজউক পূর্বাচল নতুন শহর, উত্তরা তৃতীয় প্রকল্প এবং ঝিলমিল আবাসিক প্রকল্পের প্লট তারা পেয়েছেন প্রতি কাঠা মাত্র ২ থেকে ৩ লাখ টাকায়। বর্তমানে এসব প্লটের কাঠাপ্রতি দাম কোটি টাকার বেশি। সংরক্ষিত কোটায় প্লট পাওয়া কেউ কেউ বিক্রিও করে দিয়েছেন। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামেও প্লট বরাদ্দ হয়েছে।

দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, সংরক্ষিত কোটা একটি বিশেষ শ্রেণিকে সুবিধা দিতে তৈরি করা হয়েছিল। প্লট তাদেরই দেয়া হয়েছে, যারা সরকারের অনুগত, তোষামোদকারী। অসামান্য অবদানের কথা বলে প্লট বরাদ্দের মাধ্যমে জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন