Logo
Logo
×

জাতীয়

মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটায় উত্তীর্ণ ১৯৩ জনের ফলাফল স্থগিত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ০৯:৩১ পিএম

মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটায় উত্তীর্ণ ১৯৩ জনের ফলাফল স্থগিত

মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটায় উত্তীর্ণ ১৯৩ জনের ফলাফল স্থগিত করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এ ফলাফল স্থগিত করেছে।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক রুবীনা ইয়াসমীন জানিয়েছেন, প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 

তিনি জানান, 'আমরা তাদের কাগজপত্র যাচাই করব। এজন্য কমিটি গঠন করা হয়েছে। ২৭, ২৮ ও ২৯ জানুয়ারি—এই তিনদিন তারা সমস্ত কাগজপত্র নিয়ে মন্ত্রণালয়ে আসবে। সন্তান ছাড়া অন্য কেউ এই তালিকায় রয়েছে কি না তা যাচাই করা হবে। যদি সন্তান ছাড়া অন্য কেউ তালিকায় থাকে, তাহলে তার স্থান পাওয়ার কোনো সুযোগই নেই।'

অধ্যাপক রুবীনা আরও বলেন, 'এটা প্রাথমিক ফলাফল। সবকিছু ফাইনাল হবে কাগজপত্র দেখার পর। সাধারণত কোটার কাগজপত্র যাচাইবাছাই হয় সংশ্লিষ্ট কলেজে, কিন্তু এবার কলেজে যাওয়ার সুযোগ নেই।'

এর আগে, রোববার (১৯ জানুয়ারি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়। দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে ৫,৩৭২ জন নির্বাচিত হয়েছেন, যাদের মধ্যে কোটার ১৯৩ জন রয়েছেন।

প্রকাশিত ফলকে 'বৈষম্যমূলক' দাবি করে গতকাল (রোববার) রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজের একদল শিক্ষার্থী বিক্ষোভ করেন এবং ফল বাতিলের দাবি তোলেন। আজ (সোমবার) সকালে শহীদ মিনারে সমাবেশ করেন তারা। দুপুরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে একটি স্মারকলিপি প্রদান করে এবং রাত আটটার মধ্যে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল করে পুনঃপ্রকাশের দাবি জানায়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন