Logo
Logo
×

জাতীয়

গণঅভ্যুত্থানে আহত ১৫ হাজার ছাত্র-জনতা পেতে যাচ্ছেন ১৫০ কোটি টাকা অনুদান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১১:৩৪ পিএম

গণঅভ্যুত্থানে আহত ১৫ হাজার ছাত্র-জনতা পেতে যাচ্ছেন ১৫০ কোটি টাকা অনুদান

জুলাই মাসে গণঅভ্যুত্থানে আহত হওয়া ১৫ হাজার ছাত্র-জনতার চিকিৎসার জন্য ১৫০ কোটি টাকা অনুদান প্রদান করা হচ্ছে। চলতি অর্থবছরের (২০২৪-২৫) বাজেট থেকে এই অর্থ ছাড় দেওয়ার অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

গত বুধবার (১৫ জানুয়ারি) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। এই চিঠি থেকে জানা গেছে, চলতি অর্থবছরে অর্থ বিভাগের বাজেটের অধীন ‘অপ্রত্যাশিত ব্যয় ব্যবস্থাপনা খাত’ থেকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অনুকূলে ২৩২ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে, যার মধ্যে ১৫০ কোটি টাকা জুলাই মাসের গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসার জন্য নির্ধারিত হয়েছে।

আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য চারটি ক্যাটাগরিতে এই অর্থ বিতরণ করা হবে:

ক্যাটাগরি ‘এ’: এক হাজার ব্যক্তি প্রত্যেকে দুই লাখ টাকা করে মোট ২০ কোটি টাকা পাবেন।

ক্যাটাগরি ‘বি’: তিন হাজার ব্যক্তি প্রত্যেকে এক লাখ টাকা করে মোট ৩০ কোটি টাকা পাবেন।

ক্যাটাগরি ‘সি’: চার হাজার ব্যক্তি প্রত্যেকে এক লাখ টাকা করে মোট ৪০ কোটি টাকা পাবেন।

ক্যাটাগরি ‘ডি’: সাত হাজার ব্যক্তি প্রত্যেকে ৫০ হাজার টাকা করে মোট ৩৫ কোটি টাকা পাবেন।

এছাড়া, আহতদের দেশে-বিদেশে পরামর্শ সেবার জন্য ২৫ কোটি টাকা অনুদান প্রদান করা হবে।

এই অর্থ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আয়ন-ব্যয়ন কর্মকর্তা যথাযথ বিলের মাধ্যমে উত্তোলন করে ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সহায়তা ও আহতদের চিকিৎসা অনুদান কার্যক্রম’ নামে সোনালী ব্যাংক পিএলসি, রমনা করপোরেট শাখায় জমা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

শহীদ পরিবারের সহায়তার জন্য প্রত্যেকে ১০ লাখ টাকা করে মাসিক মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র প্রদান করা হবে যা মেয়াদপূর্তিতে নগদায়নযোগ্য হবে।

চিঠির নির্দেশনা অনুযায়ী, এ অর্থের যথাযথ ব্যবহারে প্রচলিত সব আর্থিক বিধিবিধান ও অনুশাসনাবলি মেনে চলতে হবে এবং বরাদ্দ করা অর্থের ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য নীতিমালা জারি করতে হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন