
প্রিন্ট: ১৭ মার্চ ২০২৫, ১২:৩০ এএম
ঘোষণাপত্রকে কেন্দ্র করে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে যেন ফাটল সৃষ্টি না হয়: সালাহউদ্দিন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ০৯:১৫ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রকে কেন্দ্র করে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য সৃষ্টি হয়েছে, সেখানে যেন কোনো ফাটল সৃষ্টি না হয়। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ডাকা সর্বদলীয় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে ধরে রাখা সবচাইতে জরুরি। জুলাই-আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছে, সেটাকে গণ ঐক্যে রূপান্তরিত করে রাজনৈতিক সংস্কৃতির মধ্যে নিয়ে আসতে হবে এবং সেই ঐক্যকে ধরে রেখে জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত সব রাজনৈতিক দলকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক বক্তব্য দিতে হবে। ফ্যাসিবাদের দোসররা যেন অনৈক্যের বিজ বপন করতে না পারে, সেদিকে লক্ষ রাখতে হবে।
প্রধান উপদেষ্টার আহ্বানে বৈঠকে অংশ নিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত ঘোষণাপত্র নিয়ে আলোচনা হয়েছে এবং সব রাজনৈতিক দলের নেতারা তাদের পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, এই ঘোষণাপত্রকে কেন্দ্র করে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য যেন কোনো ফাটল সৃষ্টি না হয়, সেদিকে লক্ষ রাখতে হবে।
বিএনপির অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দলিল প্রণয়ন বিষয়ে তাদের পরামর্শ দেওয়া হয়েছে। খসড়া নিয়ে কোনো আপত্তি আছে কি না জানতে চাইলে তিনি কোনো মন্তব্য না করে চলে যান।