Logo
Logo
×

জাতীয়

হোটেল-রেস্তোরাঁ খাতে ভ্যাট আগের অবস্থায় ফিরিয়ে আনল এনবিআর

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১২:২৬ পিএম

হোটেল-রেস্তোরাঁ খাতে ভ্যাট আগের অবস্থায় ফিরিয়ে আনল এনবিআর

ফাইল ছবি

হোটেল ও রেস্তোরাঁ খাতে ভ্যাট পুনরায় ৫ শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এনবিআরের মূসক আইন ও বিধি বিভাগের দ্বিতীয় সচিব ব্যারিস্টার মো. বদরুজ্জামান মুন্সী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৯ জানুয়ারি একটি অধ্যাদেশের মাধ্যমে এই খাতে ভ্যাট হার ১৫ শতাংশে বাড়ানো হয়েছিল। তবে ব্যবসায়ী সংগঠন ও জনসাধারণের সমালোচনার মুখে সেই হার আবার আগের মতো ৫ শতাংশে ফিরিয়ে নেওয়া হচ্ছে। এ বিষয়ে বৃহস্পতিবার আনুষ্ঠানিক আদেশ জারি করা হবে।

৯ জানুয়ারির ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্তের পর, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সমালোচনা শুরু করে। বর্ধিত ভ্যাটের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় সমিতি দাবি জানায় হার কমানোর।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সমিতি সারা দেশে মানববন্ধন করার ঘোষণা দেয়। এর প্রেক্ষিতে বুধবার (১৫ জানুয়ারি) এনবিআরের প্রথম সচিব (মূসক নীতি) মশিউর রহমান স্বাক্ষরিত একটি চিঠিতে জানানো হয়, সমিতির দাবি গুরুত্ব সহকারে পর্যালোচনা করা হয়েছে এবং ভ্যাট হার পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, ভ্যাট কমিয়ে ৫ শতাংশে ফিরিয়ে আনা হলে রাজস্ব বৃদ্ধির পাশাপাশি শান্তি ও শৃঙ্খলা বজায় থাকবে। একইসঙ্গে রেস্তোরাঁ মালিকদের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ড এই খাতে রাজস্ব বৃদ্ধিতে বিশেষ সহযোগিতা চেয়েছে।

এনবিআরের এ সিদ্ধান্তে হোটেল ও রেস্তোরাঁ খাতের ব্যবসায়ীরা কিছুটা স্বস্তি পাবেন বলে ধারণা করা হচ্ছে। ভ্যাট কমানোর ফলে এই খাতে খরচ কমে আসবে, যা সরাসরি গ্রাহকদের ওপর আর্থিক চাপ কমাতে ভূমিকা রাখবে।

ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি মেনে এনবিআরের এ পদক্ষেপ দেশের সেবা খাতের টেকসই উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন