Logo
Logo
×

জাতীয়

মাজার বা বাউল, কাওয়ালির আসরে হামলা সহ্য করবো না : সংস্কৃতি উপদেষ্টা

Icon

যুগের চিন্তা ২৪ প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ০৬:৩৫ পিএম

মাজার বা বাউল, কাওয়ালির আসরে হামলা সহ্য করবো না : সংস্কৃতি উপদেষ্টা

ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানিয়েছেন, মাজার, বাউল সংগীত বা কাওয়ালি গানের আসরে হামলা কোনোভাবেই সহ্য করা হবে না। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে গুলশান সোসাইটি লেক পার্কে চীন দূতাবাস আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, কিছু স্থানে মাজার, বাউল সংগীত এবং কাওয়ালি গানের আসরে হামলা হচ্ছে। এটি আমরা কোনওভাবেই মেনে নেব না। আমাদের অবস্থান স্পষ্ট - এ বিষয়ে জিরো টলারেন্স।

তিনি বলেন, শিল্পকলা একাডেমী প্রতি মাসে অসংখ্য আয়োজন করছে। কোনো কোনো মাসে ৫২, ৭০ এবং ৭৫টি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এই মাসে ১২টি সাধু মেলা ছিল, এবং আগামী মাসে সেই সংখ্যা দ্বিগুণ করা হবে। তখন ২৪টি সাধু মেলা হবে। এটি আমাদের একটি উদ্যোগ।

সংস্কৃতি উপদেষ্টা আরো বলেন, বেসরকারি উদ্যোগেও এমন আয়োজন হতে থাকবে। শিল্প ও সংস্কৃতির বিষয়ে আমাদের সরকারের অবস্থান খুবই পরিষ্কার। বাউলদের এই বার্তা দিয়ে দিলাম। নতুন বাংলাদেশের অগ্রযাত্রায় উন্নয়ন সহযোগী হিসেবে চীনকে পাশে পাওয়ার আশা করছি আমরা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন