শতাধিক পণ্য ও সেবায় শুল্ক-কর বৃদ্ধি, সাধারণ মানুষের জীবনযাত্রায় প্রভাব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ১০:০৫ এএম
ছবি : সংগৃহীত
সরকার মোবাইলফোনে কথা বলা, হোটেল-রেস্তোরাঁ সেবা, ইন্টারনেট সেবা, কোমলপানীয়, সিগারেটসহ শতাধিক পণ্য ও সেবার ওপর শুল্ক ও কর বৃদ্ধি করেছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে জারি হওয়া দুটি অধ্যাদেশের মাধ্যমে এই পরিবর্তন কার্যকর হয়েছে।
অধ্যাদেশ দুটি হলো মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এবং দ্য এক্সাইজ অ্যান্ড সল্ট (সংশোধন) অধ্যাদেশ ২০২৫।
এই দুটি অধ্যাদেশ জারির পর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট বিভাগ এ–সংক্রান্ত নির্দেশনা জারি করে। ফলে এই অধ্যাদেশের পরিবর্তনগুলো সঙ্গে সঙ্গে কার্যকর হয়ে গেছে।
মূল্যবৃদ্ধি কোন পণ্য ও সেবায়?
নিম্নলিখিত পণ্য ও সেবায় শুল্ক-কর বৃদ্ধি করা হয়েছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রায় বাড়তি খরচ যোগ করবে।
মোবাইলফোন সেবা:
সিম বা রিম কার্ডে সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে ২৩ শতাংশ করা হয়েছে।
মোবাইল কথা বলা ও ইন্টারনেট ব্যবহারের খরচ বাড়বে।
রেস্তোরাঁ ও হোটেল সেবা:
রেস্তোরাঁর ভ্যাট ৫ শতাংশ থেকে ১৫ শতাংশে উন্নীত।
নন-এসি হোটেল ও বারযুক্ত হোটেল সেবায় ভ্যাট যথাক্রমে ৭.৫ শতাংশ থেকে ১৫ শতাংশ এবং ২০ শতাংশ থেকে ৩০ শতাংশ করা হয়েছে।
খাদ্যপণ্য:
ফলের রস, চাটনি, কেচাপ, হাতে তৈরি বিস্কুট ও কেকের ভ্যাট ৫ থেকে ১৫ শতাংশ।
কার্বোনেটেড পানীয়তে ৩০ শতাংশ এবং নন-কার্বোনেটেড পানীয়তে ১৫ শতাংশ ভ্যাট।
বাজার ও ভোগ্যপণ্য:
টিস্যু, ডিটারজেন্ট, সাবান, চশমার ফ্রেম, রিডিং গ্লাস, ফল ও বাদামে ভ্যাট ২০ থেকে ৩০ শতাংশ বৃদ্ধি।
ডিটারজেন্টে ১০ শতাংশ থেকে ৩০ শতাংশ এবং সাবানে ১৫ থেকে ৬০ শতাংশ ভ্যাট।
পরিবহন ও ভ্রমণ:
অভ্যন্তরীণ উড়োজাহাজের আবগারি শুল্ক ৫০০ থেকে ৭০০ টাকা।
সার্কভুক্ত দেশের জন্য দ্বিগুণ করে ১,০০০ টাকা।
শিল্প ও নির্মাণ:
বৈদ্যুতিক ট্রান্সফরমার ও রংজাত পণ্যে ১০ শতাংশ ভ্যাট বৃদ্ধি।
প্রভাব:
বর্ধিত শুল্ক ও করের ফলে দৈনন্দিন পণ্যের দাম এবং সেবা খরচ বাড়তে পারে, যা সাধারণ মানুষ এবং ব্যবসায়িক খাতে আর্থিক চাপ সৃষ্টি করবে। সরকারের এ সিদ্ধান্ত ইতিমধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।