ঢাকায় ইউরোপীয় দেশগুলোর ভিসা সেন্টার খোলার চেষ্টা চলমান : পররাষ্ট্র মন্ত্রণালয়
যুগের চিন্তা ২৪ ডেস্ক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ১১:১৩ পিএম
ছবি : সংগৃহীত
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল আলম জানিয়েছেন, বাংলাদেশে ইউরোপীয় দেশগুলো যাতে ভিসা সেন্টার স্থাপন করে, সেই প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
তিনি বলেন, বাংলাদেশে ইউরোপের যেসব দেশের দূতাবাস নেই, তারা যাতে বাংলাদেশে ভিসা সেন্টার স্থানান্তরিত করে, সে বিষয়ে কয়েক মাস ধরে অনুরোধ জানানো হয়েছে। ইতোমধ্যে বুলগেরিয়া বাংলাদেশে ভিসা সেন্টার স্থাপনের উদ্যোগ নিয়েছে, এবং রোমানিয়া ক্ষেত্রবিশেষে কখনো ভিয়েতনাম, কখনো বা থাইল্যান্ড থেকে ভিসা নেয়ার ব্যবস্থা করেছে।
মোহাম্মদ রফিকুল আলম বলেন, ইউরোপের আরো কয়েকটি দেশ যাতে বাংলাদেশে ভিসা সেন্টার খোলে, সে জন্য প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তবে, এ ধরনের ব্যবস্থা গ্রহণের আগে ওই দেশগুলোকে অনেক ধরণের অনুমোদন নিতে হয়। তাই এমন সিদ্ধান্ত নিতে সময় প্রয়োজন। এ বিষয়ে ধৈর্য ধারণের জন্য সবাইকে অনুরোধ করেছেন তিনি।