নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ১০:০৪ পিএম
ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ারের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা
জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের বিভিন্ন ধাপের প্রস্তুতি শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বুধবার (৮ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের (ইআইবি) ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ারের সঙ্গে বৈঠকে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বৈঠকে ড. ইউনূস অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা নিয়ে বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে একটি শক্তিশালী প্রশাসনিক কাঠামো গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।
ইআইবি ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার সরকারের নেওয়া উদ্যোগের প্রশংসা করে বলেন, তাদের ব্যাংক অন্তর্বর্তী সরকারকে গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা দেবে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বিডার (বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ) চেয়ারম্যান আশিক মাহমুদ চৌধুরী, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ এবং ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।