Logo
Logo
×

জাতীয়

সংবিধান কারও বাপের না : সারজিস আলম

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ০১:৩৬ পিএম

সংবিধান কারও বাপের না : সারজিস আলম

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি : সংগৃহীত

বাহাত্তরের সংবিধান নিয়ে চলমান বিতর্কে মুখ খুলেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।সংবিধান কারও বাপের না মন্তব্য করে ১৯৭২ সালের সংবিধান প্রণয়নের সাথে জড়িত কিছু পরিবারের সদস্যদের পক্ষে উঠে আসা নানা যুক্তিকে সমালোচনা করেছেন।

বুধবার (৮ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

সারজিস আলম আরও বলেন, ‘যে কমিটি পাকিস্তানের সংবিধান বানানোর ম্যান্ডেট নিয়ে ভোট পেয়েছিল, তাদের সন্তানদের আজ বাহাত্তরের সংবিধান নিয়ে অসম সুবিধা এবং সমর্থন প্রকাশ খুবই বিতর্কিত।’

তিনি সংবিধান সংশোধন বা পুনর্লিখনের দাবি করার বিষয়টিকে অগ্রহণযোগ্য হিসেবে উল্লেখ করেছেন।

এদিকে ৪ জানুয়ারি ১৯৭২ সালের খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সদস্যদের সন্তানেরা বাহাত্তরের সংবিধানকে 'ছুড়ে ফেলা' বা 'কবর দেওয়া' যাওয়ার মতো মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন। তাদের মতে, ১৯৭২ সালের সংবিধান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ, শহীদদের আত্মত্যাগ এবং জনগণের স্বপ্নের প্রতিফলন, তাই এর প্রতি অসম্মান প্রদর্শন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এ বিতর্কে জড়িত ছিলেন বাহাত্তরের সংবিধান কমিটির সদস্যদের বিভিন্ন সন্তান, যারা বলেছেন যে, দেশের গণতন্ত্র সুসংহত করতে জনগণের প্রতিনিধিরা যথাযথভাবে সংবিধানে সংশোধন করতে পারেন, তবে সংবিধান ‘ছুড়ে ফেলা’ বা ‘কবর রচনা’ করার মতো কথা বলা ঠিক নয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন