আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনার ৩৩ দিন পর কর্মস্থলে ফিরলেন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ০৩:৩৬ পিএম
বাংলাদেশের সহকারী হাইকমিশনার ৩৩ দিন পর কর্মস্থলে ফিরলেন
ভারতের ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ এক মাস তিন দিন পর কর্মস্থলে ফিরেছেন। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তিনি ত্রিপুরার রাজধানী আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে যোগদান করেন। এর আগে, গত ৫ ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংক্ষিপ্ত নির্দেশে তাকে ঢাকায় ফিরে আসতে বলা হয়েছিল।
সূত্রমতে, গত ২ ডিসেম্বর ভারতের ত্রিপুরার আগরতলায় কুঞ্জবনে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে উগ্র হিন্দুত্ববাদীদের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা পরিকল্পিতভাবে হাইকমিশনের প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা বাংলাদেশের জাতীয় পতাকা অপমান করে, পতাকার খুঁটি এবং অভ্যন্তরের সম্পত্তি ক্ষতিগ্রস্ত করে। এ সময় স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি সত্ত্বেও হামলা চালানো হয়।
পরিস্থিতি বিশ্লেষণ এবং পরবর্তী পদক্ষেপ নির্ধারণের জন্য ত্রিপুরার সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদকে ঢাকায় তলব করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়।
হামলার ঘটনার পর নিরাপত্তার অভাবজনিত কারণে বাংলাদেশ সহকারী হাইকমিশন থেকে সব ধরনের ভিসা ও কনস্যুলার সেবা স্থগিত করা হয়। আখাউড়া সীমান্তে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরিফ মোহাম্মদ জানান, "হামলার পর থেকে আগরতলাস্থ সহকারী হাইকমিশনের ভিসা ইস্যুসহ কনস্যুলার সেবা বন্ধ রয়েছে। কবে নাগাদ এই কার্যক্রম স্বাভাবিক হবে, তা এখনই বলা যাচ্ছে না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়ার পরই সেবাগুলো চালু করা হবে।"