Logo
Logo
×

জাতীয়

আন্দোলনে আহতদের ১০০ জন পাচ্ছেন পুলিশে চাকরি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ০৩:৩৩ পিএম

আন্দোলনে আহতদের ১০০ জন পাচ্ছেন পুলিশে চাকরি

আন্দোলনে আহতদের ১০০ জন পাচ্ছেন পুলিশে চাকরি

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনে আহতদের মধ্যে ১০০ জনকে পুলিশে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে সিআইডির প্রধান কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় অনেকে নিহত এবং আহত হয়েছে। যারা আহত হয়েছেন তাদের কর্মসংস্থানের ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে। আহতদের মধ্যে কিছু জনকে পুলিশ বাহিনীতে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং দ্রুত কার্যক্রম শুরু হবে। আপাতত ১০০ জন আহতকে দিয়ে শুরু করা হবে এবং পরবর্তীতে এই সংখ্যা আরও বাড়ানো হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বিগত সরকারের আমলে মানিলন্ডারিং ছিল বড় সমস্যা। তিনি সিআইডি প্রধানকে দ্রুত বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরির ঘটনার প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন। তদন্তের নামে সময়ক্ষেপণে লাভ নেই এবং দ্রুত রিপোর্ট চাওয়া হয়েছে।

ট্রাফিক নিয়ন্ত্রণে এক হাজার ছাত্রকে নিয়োগ দেওয়ার প্রস্তাবনা পাঠানো হয়েছে এবং এখন পর্যন্ত ৪০০ শিক্ষার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে। অবসরপ্রাপ্তদের নিয়োগ দেওয়ার প্রস্তাবনাও পাঠানো হয়েছে, তবে রেসপন্স কম পাওয়া গেছে। আপাতত ৫০-৬০ জন অবসরপ্রাপ্তকে নিয়োগ দেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের লেখাপড়ার সঙ্গে ট্রাফিক নিয়ন্ত্রণের বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের সময় কম দেওয়া হয়েছে যাতে তারা পড়াশোনাও করতে পারে এবং ট্রাফিক নিয়ন্ত্রণেও কাজ করতে পারে। তাদের সম্মানীও দেওয়া হচ্ছে এবং তারা রাস্তায় ২-৩ ঘণ্টা কাজ করবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন