Logo
Logo
×

জাতীয়

এখনো ঠিক হয়নি জুলাই ঘোষণাপত্র প্রকাশের তারিখ: প্রেস সচিব

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ০৬:৪৬ পিএম

এখনো ঠিক হয়নি জুলাই ঘোষণাপত্র প্রকাশের তারিখ: প্রেস সচিব

জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে, তবে এখনও সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হয়নি।

রোববার (৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে সমসাময়িক বিষয়ে ব্রিফিংয়ে প্রেস সচিব এ তথ্য জানান। তিনি বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে খসড়া প্রস্তুত করা হবে, তবে তা প্রকাশের সুনির্দিষ্ট তারিখ এখনও ঠিক করা হয়নি।

সাগর-রুনি হত্যাকাণ্ডের অগ্রগতি নিয়ে শফিকুল আলম বলেন, "সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তের জন্য নভেম্বর মাসে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছিল। নতুন করে ২৫-৩০ জনের সঙ্গে কথাবার্তা বলেছি। পিবিআই অনেক কাজ করছে এবং আশা করছি তারা ভালো কিছু করতে পারবে। তারা প্রচুর শ্রম দিচ্ছেন।"

ভারতীয় ভিসা বন্ধ থাকায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে যেতে বিকল্প কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, বুলগেরিয়া, রোমানিয়া, কাজাখস্তানের ভিসা নয়াদিল্লি বাদে বিকল্প কয়েকটি দেশ থেকে নেওয়ার অনুমোদন দিয়েছে দেশগুলো। এর আগে প্রধান উপদেষ্টা ইউরোপীয় দেশগুলোর রাষ্ট্রদূতদের অনুরোধ করেছিলেন।

এছাড়া, শেখ হাসিনাকে ফেরত আনার চিঠির কোনো উত্তর এখনও ভারত দেয়নি বলে জানান তিনি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন