
প্রিন্ট: ১৬ মার্চ ২০২৫, ০২:৩৩ পিএম
সচিবালয়ে আগুনে ক্ষতিগ্রস্ত ৭ নম্বর ভবন ১১ দিন পর খুলে দেয়া হয়েছে

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ০৩:৩৮ পিএম

আগুনে ক্ষতিগ্রস্ত সচিবালয়ের ৭ নম্বর ভবনটি আবারও খুলে দেওয়া হয়েছে। রোববার (৫ জানুয়ারি) থেকে সব কর্মকর্তা ও কর্মচারীর গাড়ি প্রবেশের অনুমতি পেয়েছে। আগুন লাগার ১১ দিন পর সচিবালয় প্রায় স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। তবে এখনও ষষ্ঠ থেকে নবম তলার কার্যক্রম স্থগিত রয়েছে।
এই দিন গণপূর্ত সচিব আবদুল হামিদ খান ৭ নম্বর ভবনের ক্ষতিগ্রস্ত ফ্লোর পরিদর্শন করেন। তিনি জানান, আজ থেকে অফিস কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। ধোঁয়া পরিষ্কার ও পানির লাইন ও কম্পিউটার কানেকশন ঠিক করা হচ্ছে। আগুন লাগা চারটি তলার মেরামতের কাজ চলছে এবং আগামী ১০-১৫ দিনের মধ্যে এই তলাগুলিতে কাজ শুরু করা যাবে।
এর আগে, ৭ নম্বর ভবনে শুধুমাত্র গুরুত্বপূর্ণ ব্যক্তি ও তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা প্রবেশ করতে পারতেন। কিন্তু এখন থেকে ভবনটিতে সবাই প্রবেশ করতে পারছেন।
উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর রাত ২টার দিকে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট প্রায় ১০ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে ৬, ৭, ৮ এবং ৯ তলা ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে অষ্টম ও নবম তলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এবং অধিকাংশ নথি পুড়ে গেছে।