উন্নত চিকিৎসার দাবিতে শাহবাগে সড়ক অবরোধ করেন গণ-অভ্যুত্থানে আহতেরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ১০:১৭ পিএম
জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে আহত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন ব্যক্তিরা উন্নত চিকিৎসার দাবিতে প্রায় পৌনে এক ঘণ্টা শাহবাগে সড়ক অবরোধ করেছেন।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় তারা বিশ্ববিদ্যালয়ের সামনে সড়কে অবস্থান নেন এবং আন্দোলন শুরু করেন। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট থেকে ফার্মগেটমুখী সড়ক অবরোধ করে রাখেন তারা।
বিএসএমএমইউ-এর পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মো. রেজাউর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'আমি জানি না কেন তারা সড়ক অবরোধ করেছেন। তারা আমার কাছে কোনো দাবি নিয়ে আসেননি। তারা আমার সঙ্গে কথা বললে আমি তাদের সমস্যা সমাধানের চেষ্টা করতাম।'
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মনসুর দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আহতেরা সড়ক অবরোধ করেন। খবর পেয়ে সেখানে যান শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।
ওসি বলেন, 'তিনিসহ আমরা তাদেরকে রাস্তা ছেড়ে দিতে রাজি করাই। প্রায় আধাঘণ্টা পর তারা সেখান থেকে সরে যেতে শুরু করেন। এরপর থেকে যান চলাচল স্বাভাবিক হয়।'
নভেম্বরের শুরুতে ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশনে (নিটোর) চিকিৎসাধীন গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিরা উপদেষ্টাদের উপস্থিতিতে সাড়ে তেরো ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ দাবি করেন।
তারা অন্তর্বর্তী সরকারের অন্যান্য উপদেষ্টারা তাদের অভিযোগ শুনতে না আসা পর্যন্ত রাস্তা ছাড়বেন না বা হাসপাতালে ফিরবেন না বলে জানান।
এরপর আসিফ নজরুল ও মাহফুজ আলমসহ চার উপদেষ্টা আহতদের চিকিৎসায় ত্রুটির কথা স্বীকার করে যথাযথ চিকিৎসা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিলে ধর্মঘট প্রত্যাহার করা হয়। উপদেষ্টাদের হস্তক্ষেপে অর্ধশতাধিক আন্দোলনকারী হাসপাতালে ফিরে আসেন।