Logo
Logo
×

জাতীয়

হিন্দুদের জন্য চাকরি নিষিদ্ধের দাবি প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের নাকচ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ০৫:৫৬ পিএম

হিন্দুদের জন্য চাকরি নিষিদ্ধের দাবি প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের নাকচ

ফাইল ছবি

সরকারি চাকরিতে দেশের হিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করেছে সরকার- এক্স-এ এমন দাবি করেছে টাইমস অ্যালজেব্রা। তবে এই দাবি মিথ্যা ও বায়োয়াট বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বেলা ১১টা ২২ মিনিটে প্রেস উইং ফ্যাক্টসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

টাইমস অ্যালজেব্রা নামের ওই এক্স অ্যাকাউন্টের পোস্টে বলা হয়েছে, ‘সরকারি চাকরিতে হিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করেছে বাংলাদেশ সরকার।’

এসব দাবি একেবারেই বানোয়াট উল্লেখ করে সিএ প্রেস উইং ফ্যাক্টস জানিয়েছে, বাংলাদেশ সরকার ধর্মের ভিত্তিতে কোনো নাগরিকের প্রতি বৈষম্য করে না। পোস্টে উল্লিখিত স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টার উদ্ধৃতিটিও মিথ্যা জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ সরকার ধর্মের ভিত্তিতে কোনো নাগরিকের প্রতি বৈষম্য করে না।

সম্প্রতি অন্তর্বর্তী সরকারকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে বিভ্রান্তির সৃষ্টির পাঁয়তারা চলছে। তাই গুজবরোধে একটি ফ্যাক্ট চেকিং ফেসবুক পেজ চালু করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন