Logo
Logo
×

জাতীয়

বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে পুলিশের তিন অতিরিক্ত আইজিপিকে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ০৮:০৪ পিএম

বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে পুলিশের তিন অতিরিক্ত আইজিপিকে

পুলিশের তিন অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বুধবার (১ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে এই কর্মকর্তাদের অবসর সংক্রান্ত বিষয়টি জানানো হয়।

এই কর্মকর্তারা হলেন: পুলিশ স্টাফ কলেজের রেক্টর অতিরিক্ত আইজিপি মল্লিক ফকরুল ইসলাম, পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, এবং পুলিশ টেলিকমের অতিরিক্ত আইজিপি ওয়াই এম বেলালুর রহমান।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিসিএস পুলিশ ক্যাডারের তিন কর্মকর্তা মল্লিক ফখরুল ইসলাম, ওয়াই এম বেলালুর রহমান এবং সেলিম মো. জাহাঙ্গীরকে সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪৫ ধারা অনুযায়ী জনস্বার্থে অবসর প্রদান করা হলো। অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বিধি অনুসারে অবসর-পরবর্তী সুবিধা পাবেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন