২০২৪-এর আন্দোলনে শিবির প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত ছিল: সারজিস আলম
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ০৪:২১ পিএম
জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, ২০২৪-এর আন্দোলনে ইসলামী ছাত্রশিবির গুরুত্বপূর্ণ সহযোদ্ধা ছিল। তিনি উল্লেখ করেন, শিবির এ আন্দোলনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত ছিল।
আজ (৩১ ডিসেম্বর) ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন-২০২৪ এ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এ সমন্বয়ক শ্রোতাদের উদ্দেশ্যে বলেন, ২৪-এর আন্দোলনে আমার সামনে থাকা সহযোদ্ধাদের বিপ্লবী সালাম। আমরা যেমন একসঙ্গে বসে পরিকল্পনা করেছি, আগামীদিনেও একসঙ্গে এগিয়ে যাবো।
তিনি বলেন, 'শেখ হাসিনার মত যারাই ফ্যাসিবাদ হিসেবে আমাদের দেশে প্রতিবন্ধকতা হয়ে উঠবে, তাদেরকেই একসঙ্গে প্রতিহত করব'।
বক্তব্যের এক পর্যায়ে সারজিস বলেন, 'বিগত দিনে খুনি স্বৈরাচার শেখ হাসিনা যাকেই বিপদ মনে করতেন, তাকেই ব্লেম গ্যামের মাধ্যমে হত্যা, গুম খুন করেছেন'।
তিনি আরও বলেন, 'আমরা খুনি হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করেছি। শিবিরের সদস্যরা, আপনারা আপনাদের কাজের মাধ্যমে সামনে এগিয়ে যান'।
দেশের যেকোনো ইস্যুতে ব্যক্তি, গোষ্ঠী ও দলের আগে দেশের মানুষকে নিয়ে ভাবার জন্য ছাত্রশিবিরকে আহ্বান জানান সারজিস আলম।