Logo
Logo
×

জাতীয়

আগামী বছর থেকে নির্দিষ্ট স্থানে বর্ষপূর্তি উদযাপনের ব্যবস্থা করা হবে: ডিএমপি কমিশনার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ০৩:২৩ পিএম

আগামী বছর থেকে নির্দিষ্ট স্থানে বর্ষপূর্তি উদযাপনের ব্যবস্থা করা হবে: ডিএমপি কমিশনার

আগামী বছর থেকে রাজধানীর নির্দিষ্ট স্থানে ইংরেজি নববর্ষ উদযাপনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ উপলক্ষে ডিএমপি কর্তৃক গৃহীত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সাংবাদিক সম্মেলনে এ কথা জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, গত এক সপ্তাহ ধরে রাজধানীতে অভিযান চালিয়ে ১৭২ কেজি ক্লাস্টার বোমা, আতশবাজি, চকলেট বোমা উদ্ধার করা হয়েছে। বিভিন্ন থানায় ৫টি মামলা রুজু করা হয়েছে এবং ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস বলেন, শব্দদূষণ পরিবেশ দূষণের সবচেয়ে বড় কারণ এবং বর্ষবরণের সময় এটি সবচেয়ে বেশি হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন