সচিবালয়ে আগুন
প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা ৩১ ডিসেম্বর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ০৬:০৮ পিএম
সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় আজ (৩০ ডিসেম্বর) তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। সিনিয়র সচিব নাসিমুল গণি জানিয়েছেন, প্রাথমিক তদন্ত প্রতিবেদন আগামীকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
তিনি জানান, ঘটনাস্থল থেকে সংগ্রহ করা নমুনাগুলো বিশ্লেষণের জন্য বিদেশে পাঠানো হচ্ছে। এ কারণে সময় বেশি লেগেছে। কেবিনেট ডিভিশনের অনুমোদন নিয়ে সময় বৃদ্ধি করা হয়েছে। একাধিক সংস্থা এই তদন্তে যুক্ত থাকায় তথ্য সমন্বয়েও কিছুটা সময় লেগেছে। প্রতিবেদনের বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত জানাতে রাজি হননি তিনি।
এদিকে, ৪ দিন নিষেধাজ্ঞার পর আজ দুপুর ২টার দিকে সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়। প্রতিটি গণমাধ্যমের তালিকা ধরে অস্থায়ী কার্ডের মাধ্যমে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। কর্মকর্তারা সচিবালয়ে প্রবেশ করলেও সচিবালয়ের কার্যক্রম পুরোপুরি সচল হয়নি।
প্রসঙ্গত, গত বুধবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ে আগুন লাগার খবর পাওয়া যায়। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসতে আরও ৫ ঘণ্টা সময় লাগে।