Logo
Logo
×

জাতীয়

বাণিজ্য মেলা সাজছে জুলাই আন্দোলনের পটভূমিতে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৪ পিএম

বাণিজ্য মেলা সাজছে জুলাই আন্দোলনের পটভূমিতে

এবারের বাণিজ্য মেলার প্রস্তুতিতে কিছুটা দেরি হয়েছে বলে মনে হচ্ছে। উদ্বোধনের এক দিন আগেও অনেক স্টল ও প্যাভিলিয়ন তৈরি হয়নি। তবে বর্তমানে ২৪ ঘণ্টা কর্মযজ্ঞ চলছে। আয়োজক রফতানি উন্নয়ন ব্যুরোও (ইপিবি) এই দেরির কথা স্বীকার করেছে।

এবারের বাণিজ্য মেলা সাজানো হয়েছে জুলাই আন্দোলনের থিমে। প্রবেশ ফটকেই এর আভাস মিলবে। গ্রাফিতির আদলে গেটের পাশেও ছবি বসানো হয়েছে। এছাড়া থাকছে ৩৬ জুলাই চত্বর ও জুলাই চত্বর। শহীদ আবু সাঈদ ও মীর মুগ্ধর নামে আলাদা কর্নার তৈরি হচ্ছে।

মেলা প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, টিকিট কাউন্টার, দর্শনার্থীদের বিশ্রামের বেঞ্চ ও বাউন্ডারির কাজ জোরেশোরে চলছে। অনেক স্টল ও প্যাভিলিয়নে এখনো নির্মাণ কাজ শুরু হয়েছে মাত্র। তবে মেলা যথারীতি পহেলা জানুয়ারি থেকে শুরু হচ্ছে এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর উদ্বোধন করবেন।

শুরু থেকেই এবারের বাণিজ্য মেলার প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠেছিল। স্টল ও প্যাভিলিয়নের বরাদ্দের ক্ষেত্রে দেরি হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারে দুই দফা বাণিজ্য উপদেষ্টা পরিবর্তন হওয়ায় অন্যান্য সিদ্ধান্ত গ্রহণেও দেরি হয়েছে। তবে ইপিবি দাবি করেছে, উদ্বোধনের আগেই সব প্রস্তুতি সম্পন্ন হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন