ভারতের কাছে স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিক্রি করে দিয়েছিল শেখ হাসিনা: জামায়াত সেক্রেটারি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ০৯:৩১ পিএম
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ভারতের কাছে বিকিয়ে দিয়েছেন। তার মতে, এ কারণেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের বিজয় দিবসকে ‘ইন্ডিয়ার ভিক্টরি’ বলে উল্লেখ করেছেন। তিনি দাবি করেন, দেশের স্বাধীনতা ভারতের কাছে নিরাপদ নয়।
রোববার (২৯ ডিসেম্বর) জামালপুরের ইসলামপুর উপজেলা অডিটোরিয়ামে ইউনিট দায়িত্বশীল সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, নরেন্দ্র মোদি বিজয় দিবসের বিবৃতিতে বাংলাদেশের নাম একবারও উল্লেখ করেননি। মুক্তিযুদ্ধকালে ভারত নিজের স্বার্থে সাহায্য করেছিল, যা এখন স্পষ্ট। স্বাধীনতার পর ভারতীয় সেনারা এদেশ থেকে বিভিন্ন সম্পদ লুট করে নিয়ে যায় বলে অভিযোগ তোলেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, মেগা প্রকল্প থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহেনা, সজীব ওয়াজেদ জয় ও টিউলিট সিদ্দিক মিলে দেশের বিপুল পরিমাণ অর্থ পাচার করেছেন। এ সময় তিনি অন্তর্বর্তী সরকারের কাছে সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপ প্রদানের আহ্বান জানান।