সারজিস-হাসনাতের বাড়িতে শতকোটি টাকা, যা জানাল রিউমর স্ক্যানার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ০৮:০০ পিএম
জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম ও জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর বাড়ি থেকে বিপুল অর্থ উদ্ধারের দাবি মিথ্যা বলে নিশ্চিত করেছে তথ্য যাচাইকারী সংস্থা রিউমার স্ক্যানার।
রিউমার স্ক্যানারের প্রতিবেদন অনুযায়ী, সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহর বাড়ি থেকে ২০০ এবং ১০০ কোটি টাকা উদ্ধারের যে গুজব ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভুয়া। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. তারিকুল ইসলামের একটি বক্তব্যের খণ্ডিত অংশ নিয়ে এই ভুল তথ্য প্রচার করা হয়েছে।
প্রাথমিক অনুসন্ধানে, রিউমার স্ক্যানার ভিডিওটির একটি অংশ পর্যবেক্ষণ করে। সেখানে একজনকে বলতে শোনা যায়, "আমাদের কেউ দাবিয়ে রাখতে পারবে না। চারদিকে ষড়যন্ত্র চলছে। সারজিসের বাড়ি থেকে ২০০ কোটি টাকা এবং হাসনাতের বাড়ি থেকে ১০০ কোটি টাকা উদ্ধার হয়েছে।" একই ভিডিওতে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়েও সমালোচনা করা হয়।
আরও যাচাইয়ের জন্য, রিউমার স্ক্যানার Md Tarikul Islam নামের একটি ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ১৯ অক্টোবরের একটি ভিডিও খুঁজে পায়। ভিডিওটির ৯ মিনিট থেকে ৯ মিনিট ৪২ সেকেন্ড অংশে আলোচিত দাবির সঙ্গে হুবহু মিল রয়েছে।
এ ভিডিওতে তারিকুল ইসলাম প্রকৃতপক্ষে বলেছিলেন, "ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই শেষ না হওয়া পর্যন্ত কেউ আমাদের দাবিয়ে রাখতে পারবে না। চারদিকে ষড়যন্ত্র শুরু হয়েছে। সারজিসের বাড়ি থেকে ২০০ কোটি এবং হাসনাতের বাড়ি থেকে ১০০ কোটি টাকা উদ্ধারের মতো ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে।"
তিনি মূলত এই দাবিগুলোকে ষড়যন্ত্রের অংশ হিসেবে উল্লেখ করেছিলেন এবং দাবি করেছিলেন যে যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, তাদের শক্ত নৈতিক ভিত্তি রয়েছে।
এছাড়া, কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে সারজিস আলম বা হাসনাত আবদুল্লাহর বাড়ি থেকে অর্থ উদ্ধারের তথ্য পাওয়া যায়নি।