প্রিন্ট: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৪ এএম
বিচারকার্যে অনাচার করেছে সুপ্রিমকোর্টের ৯০ শতাংশ বিচারক: আসিফ নজরুল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ০৯:১৫ পিএম
আরো পড়ুন
আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, সুপ্রিমকোর্টের পূর্বের ৯০ শতাংশ বিচারক বিচারকার্যে অনাচার করেছে এবং জুডিশিয়াল ক্যু করার চেষ্টা করেছে।
শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, সৎ, যোগ্য ও মেধার ভিত্তিতে ভবিষ্যতে বিচারক নিয়োগের জন্য একটি নতুন আইন তৈরি করা হবে। যদি আমরা আরও কিছু নিয়োগ দিতে পারি, তাহলে তারা আরও ভালো সেবা প্রদান করতে সক্ষম হবে।
আসিফ নজরুল আরও উল্লেখ করেন, গত বছর উচ্চ আদালত মানুষের ওপর নির্যাতন এবং মানবাধিকার লঙ্ঘনের কাজ করেছে।