Logo
Logo
×

জাতীয়

স্ত্রী-সন্তানসহ সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের বিরুদ্ধে দুদকের মামলা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:০৪ এএম

স্ত্রী-সন্তানসহ সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের বিরুদ্ধে দুদকের মামলা

ছবি : সংগৃহীত

দুর্নীতি দমন কমিশন (দুদক) অবৈধ সম্পদ অর্জন ও ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, তার স্ত্রী সীমা হামিদ ও ছেলে জারিফ হামিদের বিরুদ্ধে পৃথক মামলা করেছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এক ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, নসরুল হামিদের ৯৮টি ব্যাংক হিসাবে মোট জমার পরিমাণ ৩ হাজার ১৮১ কোটি ৫৮ লাখ ৮৩ হাজার ৩১৩ টাকা এবং মোট উত্তোলনের পরিমাণ ৩ হাজার ১৮০ কোটি ২৩ লাখ ৭৮ হাজার ৭২৯ টাকা। এই অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের পাশাপাশি, ৩৬ কোটি ৩৬ লাখ ৯৭ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে।

আক্তার হোসেন আরও জানান, দুর্নীতি ও ঘুষের মাধ্যমে প্রাপ্ত সম্পত্তি ও অর্থের অবৈধ উৎস গোপন করার উদ্দেশ্যে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করার অপরাধে নসরুল হামিদের বিরুদ্ধে দুদক আইনের সংশ্লিষ্ট ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে।

অন্য একটি মামলায় নসরুল হামিদ ও তার ছেলে জারিফ হামিদকে আসামি করা হয়েছে। এ মামলায় জারিফের বিরুদ্ধে ২০ কোটি ৮৭ লাখ ৬৬ হাজার ২০ টাকার জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার ২০টি ব্যাংক হিসাবে ২৭ কোটি ৭১ লাখ ৭৩ হাজার ৯৩১ টাকা জমা এবং ১৭ কোটি ৪০ লাখ ৮৩ হাজার ৪৯৭ টাকা উত্তোলনের তথ্য পাওয়া গেছে।

তৃতীয় মামলায় নসরুল হামিদ ও তার স্ত্রী সীমা হামিদকে আসামি করা হয়েছে। সীমা হামিদের বিরুদ্ধে ৬ কোটি ৯৪ লাখ ৩৩ হাজার ৯১২ টাকার জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার ২০টি ব্যাংক হিসাবে ১২ কোটি ৭৭ লাখ ৮৬ হাজার ৬৯৯ টাকা জমা এবং ১১ কোটি ১৮ লাখ ৪৯ হাজার ৮১৮ টাকা উত্তোলনের তথ্য পাওয়া গেছে, যা 'অস্বাভাবিক ও সন্দেহজনক' লেনদেন হিসেবে চিহ্নিত করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন