বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করবে স্বাধীন তদন্ত কমিশন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:৫৯ পিএম
ছবি : সংগৃহীত
নবগঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এএলএম ফজলুর রহমান আশ্বাস দিয়েছেন, ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় বিদ্রোহের ঘটনা পুনরায় তদন্ত করা হবে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদর দফতরে কমিশনের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
ফজলুর রহমান বলেন, এই মর্মান্তিক ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত আমাদের অঙ্গীকার। আমরা আমাদের মেধার সর্বোচ্চ ব্যবহার করে এবং নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত শেষ করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিদ্রোহে ক্ষতিগ্রস্তদের দুর্দশা লাঘবে আমরা কাজ করবো।
গত ২৪ ডিসেম্বর গঠিত কমিশনকে বিডিআর (বর্তমানে বিজিবি) হত্যাকাণ্ডের পুনঃতদন্তের জন্য ৯০ দিন সময় দেওয়া হয়েছে। উল্লেখযোগ্য এ ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। মর্মান্তিক এ ঘটনার পেছনে দেশি-বিদেশি ষড়যন্ত্রের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এ তদন্ত কমিশন স্বাধীন ও নিরপেক্ষভাবে ঘটনাটি খতিয়ে দেখবে।
কমিশনের অন্য ছয় সদস্য হলেন- মেজর জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম তালুকদার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. সাইদুর রহমান, বীরপ্রতীক, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ, অবসরপ্রাপ্ত ডিআইজি ড. এম আকবর আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. শরিফুল ইসলাম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মো. শাহনেওয়াজ খান চন্দন।