Logo
Logo
×

জাতীয়

নসরুল হামিদের ব্যাংক হিসাবে ৩১৮১ কোটি টাকার লেনদেন, দুদকের মামলা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:৫৫ পিএম

নসরুল হামিদের ব্যাংক হিসাবে ৩১৮১ কোটি টাকার লেনদেন, দুদকের মামলা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ ওরফে নসরুল হামিদ বিপুর বিরুদ্ধে ৩৬ কোটি ৩৭ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৯৮টি ব্যাংক হিসাবে ৩,১৮১ কোটি ৫৮ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান এই মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, নসরুল হামিদ দায়িত্বশীল পদে থেকে ৩৬ কোটি ৩৬ লাখ ৯৯ হাজার ৬৫৭ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অবৈধ উপায়ে অর্জন করেছেন। এছাড়া তার নামে থাকা ৯৮টি ব্যাংক হিসাবে ৩,১৮১ কোটি ৫৮ লাখ ৮৩ হাজার টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে, যা মানি লন্ডারিং কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট।

দুদকের তদন্তে এসব লেনদেনকে দুর্নীতি, ঘুষ এবং অবৈধভাবে অর্জিত সম্পত্তি গোপন করার চেষ্টার প্রমাণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এসব কর্মকাণ্ড দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারার আওতায় শাস্তিযোগ্য অপরাধ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন