সাবেক দুদক কমিশনার জহুরুলের পাসপোর্ট বাতিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:২০ এএম
ছবি : সংগৃহীত
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক প্রভাবশালী কমিশনার এবং সাবেক জেলা জজ জহুরুল হকের পাসপোর্ট বাতিল এবং তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে এক চিঠির মাধ্যমে এ নির্দেশনা দেয়া হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব কামরুজ্জামান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বাংলাদেশ পাসপোর্ট আদেশ ১৯৭৩ এর ৭ (২) সি অনুচ্ছেদ অনুযায়ী জহুরুল হকের পাসপোর্ট বাতিলপূর্বক তিনি যাতে দেশত্যাগ করতে না পারেন সে বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এদিকে তার বিরুদ্ধে প্লট ও আর্থিক অনিয়মসহ বেশ কয়েকটি সুনির্দিষ্ট দুর্নীতি অনুসন্ধানের অনুমোদন দিয়েছে দুদক। চলতি সপ্তাহে এ সংক্রান্ত নথি অনুমোদনের পর অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করা হয়।
সূত্র জানায়, সাবেক জেলা জজ জহুরুল হক বিডিআর বিদ্রোহ মামলার বিচারকাজে যুক্ত ছিলেন। অভিযোগ রয়েছে, তিনি এসময় বেশ কয়েকটি ফরমায়েশি রায় দিয়েছেন। মূলত, বিডিআর বিদ্রোহ মামলার অনুসন্ধানে অন্তর্বর্তী সরকার গঠিত কমিশনের সুপারিশের ভিত্তিতেই তার পাসপোর্ট বাতিল এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে।
সংশ্লিষ্টদের মতে, বিডিআর মামলার বিচারকাজের সূত্র ধরে জহুরুল হক হাসিনা সরকারের সুনজরে পড়েন এবং পরে অবসরের পর তাকে পুরস্কারস্বরূপ দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার পদে বসানো হয়। দুদকে বসে হাসিনার বিভিন্ন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে তিনি বিশেষ পারদর্শী হয়ে ওঠেন। বিরোধী বিভিন্ন রাজনীতিক দলের নেতাদের বিরুদ্ধে একের পর এক হয়রানিমূলক দুর্নীতি অনুসন্ধান ও মামলা দায়েরে তিনি ছিলেন সিদ্ধহস্ত।
দুদক সংশ্লিষ্টরা বলছেন, যদিও জহুরুল নিজেকে সৎ দাবি করতেন এবং বিভিন্ন সময় জ্বালাময়ী বক্তব্য দিতেন, তবে শেখ হাসিনা সরকারের পতনের পর তার আসল চেহারা প্রকাশ পায়। এই সময় তার প্লট কেলেঙ্কারি ফাঁস হয়। রাজউকের নতুন শহর (পূর্বাচল) প্রকল্পে জালিয়াতির মাধ্যমে তিনি এবং তার স্ত্রী, মাসুমা বেগম, একাধিক মূল্যবান প্লট আত্মসাৎ করেন।
রাজউক জানায়, জহুরুল হক দুদকের প্রভাব খাটিয়ে বেআইনিভাবে ৫ কাঠার দুটি প্লট একত্রে ১০ কাঠায় রূপান্তর করেন, যা আইনের পরিপন্থী। বিদ্যমান আইনে তার বা স্ত্রীর নামে একাধিক প্লট পাওয়ার সুযোগ নেই। বর্তমান বাজারমূল্যে তার প্লটের মূল্য ১০ কোটি টাকার বেশি বলে জানা গেছে।