Logo
Logo
×

জাতীয়

ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটি প্রত্যাখান, পদবঞ্চিতদের বিক্ষোভ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ০২:৫৫ পিএম

ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটি প্রত্যাখান, পদবঞ্চিতদের বিক্ষোভ

ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটি প্রত্যাখ্যান করে পদবঞ্চিতরা বিক্ষোভ করছে। এ সময় তারা কমিটির সদস্যদের অবাঞ্ছিত ঘোষণা করেন।

বুধবার (২৫ ডিসেম্বর) ক্যাম্পাস বন্ধ থাকলেও সকাল থেকে কলেজের বিজয় চত্বরে পদবঞ্চিতরা জড়ো হতে থাকেন। তারা ক্যাম্পাস জুড়ে বিক্ষোভ মিছিল করেন এবং পরে আধা ঘণ্টা ধরে ঢাকা কলেজের সামনের মিরপুর সড়ক অবরোধ করে রাখেন।

এ সময় ছাত্রদল সভাপতির কুশপুত্তলিকা দাহ করা হয়। তাদের অভিযোগ, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদক তাদের নিজেদের লোক দিয়ে কমিটি গঠন করেছেন, যারা বিগত আওয়ামী লীগ সরকার বিরোধী কোনো আন্দোলনে অংশ নেয়নি। তারা আরও অভিযোগ করেন যে, কমিটিতে ছাত্রলীগের অনেককে স্থান দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে ৩৬ সদস্যের কমিটি ঘোষণার পরপরই ক্যাম্পাসে ক্ষোভ ছড়িয়ে পড়ে। রাতে পদবঞ্চিতরা বিক্ষোভ করলে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন