বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ০২:৫০ পিএম
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন। তিনি আর্থ্রাইটিস, হৃদ্রোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ নানা জটিলতায় ভুগছেন। দীর্ঘদিন ধরে দল ও পরিবারের পক্ষ থেকে তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর দাবি করা হলেও আইনী জটিলতার কারণে আওয়ামী লীগ সরকার সেই দাবি নাকচ করে দিয়েছে। তবে এবার পরিস্থিতি পরিবর্তিত হওয়ায় খালেদা জিয়া বিদেশে যাচ্ছেন।
কবে তিনি যাচ্ছেন এবং কোথায় চিকিৎসা নেবেন, এমন প্রশ্ন স্বাভাবিকভাবেই আসে। খালেদা জিয়ার উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী জানিয়েছেন, ৭ জানুয়ারি লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া এবং আপাতত সেখানেই তার চিকিৎসা চলবে।
জানা গেছে, কাতার এয়ারলাইন্সের একটি অ্যাম্বুলেন্সে খালেদা জিয়া লন্ডন যাবেন। তার সফরসঙ্গী হিসেবে থাকছেন ১৫ জন, যার মধ্যে রয়েছেন পুত্রবধু শর্মিলা রহমান, সাত জন চিকিৎসক, দুই জন ব্যক্তিগত সচিব, দুইজন গৃহকর্মী, একজন নিরাপত্তা কর্মকর্তা ও দুইজন বিএনপি নেতা।
সফরের জন্য সবার ভিসাসংক্রান্ত কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। লন্ডন থেকে আমেরিকা যাবার পরিকল্পনা থাকলেও আপাতত সেই পরিকল্পনা বাদ দেয়া হয়েছে।
দলের অভ্যন্তরে আলোচনা রয়েছে, খালেদা জিয়া তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সঙ্গে নিয়েই দেশে ফিরবেন।