শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে পাঠানো চিঠির উত্তর দেয়নি দিল্লি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:০২ পিএম
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে পাঠানো চিঠির বিষয়ে এখনও কোনো উত্তর পায়নি বাংলাদেশ। চিঠির জবাব পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে রফিকুল আলম বলেন, “ভারতের সঙ্গে করা প্রত্যর্পণ চুক্তিতে কাউকে ফেরত পাঠানোর নির্দিষ্ট সময়সীমা উল্লেখ নেই। চিঠির জবাব না পেলে সরকার আবারও তাগাদা পত্র পাঠাবে।”
তিনি আরও উল্লেখ করেন, জাতিসংঘের তদন্ত দলের কাছে প্রয়োজনীয় তথ্য সরবরাহে বিলম্ব হয়েছে, কারণ বিভিন্ন সংস্থা থেকে তথ্য পাওয়া যায়নি। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই সমস্যার সমাধান দ্রুত হবে।
এদিকে, ভারতে পোল্যান্ডের স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে গিয়ে হয়রানির শিকার হওয়া নিয়ে রফিকুল আলম বলেন, “ঢাকা থেকে সরাসরি পোল্যান্ডের ভিসা ইস্যু করার জন্য দেশটির সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে বাংলাদেশ দূতাবাস।”
গতকাল সোমবার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য ভারতকে কূটনৈতিক পত্র পাঠানো হয়েছে। তিনি বলেন, “বিচারকার্যের স্বার্থে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়টি ভারতকে পরিষ্কারভাবে জানানো হয়েছে।”
সোমবার রাতেই ঢাকার পাঠানো কূটনৈতিক পত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়স্বাল। তিনি জানান, “বাংলাদেশ হাইকমিশন থেকে একটি ভারবাল নোট পেয়েছি, তবে এই মুহূর্তে এ বিষয়ে কোনো মন্তব্য নেই।”
উল্লেখ্য, গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন এবং এখনও সেখানে অবস্থান করছেন। শেখ হাসিনার বিরুদ্ধে গণআন্দোলনে হতাহতের ঘটনায় শতাধিক হত্যা মামলা রয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।