তথ্য কমিশনার মাসুদা ভাট্টিকে অপসারণে সরকারের চিঠি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:০৫ এএম
তথ্য কমিশনার মাসুদা ভাট্টি
তথ্য কমিশনার মাসুদা ভাট্টি অফিসে অনুপস্থিত এবং পদত্যাগও করেননি। তিনি আত্মগোপনে রয়েছেন। এই পরিস্থিতি সামাল দিতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে চিঠি পাঠিয়েছে সরকার।
এ বিষয়ে করণীয় নির্ধারণ করবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। উল্লেখ্য, গত বছর ২৫ আগস্ট সাংবাদিক মাসুদা ভাট্টি তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছিলেন।
তখন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তথ্য অধিকার আইনের ১৫(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি তাকে ওই পদে নিয়োগ দেন। তবে ৫ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগের পর থেকে তিনি আর প্রকাশ্যে আসেননি।