Logo
Logo
×

জাতীয়

আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে গাজীপুরের বোতাম কারখানার আগুন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:৫০ পিএম

আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে গাজীপুরের বোতাম কারখানার আগুন

আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে গাজীপুরের বোতাম কারখানার আগুন

গাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরির কারখানায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস জানায়, এ ঘটনায় একজন নিহত হয়েছেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, রোববার বেলা দেড়টার দিকে শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি গ্রামের ‘এম অ্যান্ড ইউ ট্রিমস’ লিমিটেড কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। তারা জানিয়েছেন, নিহত ব্যক্তি পুরুষ।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরে কারখানার কেমিক্যাল গুদামে আগুন লাগলে মুহূর্তেই কয়েকটি বিস্ফোরণ ঘটে। এ সময় কারখানার লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন এবং আশপাশের বসত বাড়ির লোকজন তাদের জিনিসপত্র নিরাপদ স্থানে নিয়ে যান। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকা কেঁপে ওঠে।

মোহাম্মদ মামুন বলেন, “বেলা ১টা ৪০ মিনিটে শ্রীপুর ফায়ার স্টেশনে প্রথমে খবর দেওয়া হয়। ১টা ৫৬ মিনিটে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। কেমিক্যাল ড্রামের বিস্ফোরণের খবর পাওয়ায় গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশন থেকে তিনটি এবং রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ডাকা হয়।”

“সবমিলিয়ে মোট সাতটি ইউনিট কাজ শুরু করে এবং প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় বিকাল ৪টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কারখানায় প্রচুর কেমিক্যালের ড্রাম ছিল যা তাপে ফুলে যাচ্ছিল এবং বিস্ফোরণ ঘটছিল।”

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, “আমরা আসার আগে ২-৩ জন আহত হওয়ার খবর পাই। পরে কারখানার ভেতর একজনের মরদেহ পাই, যা দেখে মনে হচ্ছে তিনি পুরুষ। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।”

আগুন নিয়ন্ত্রণে আছে জানিয়ে মোহাম্মদ মামুন বলেন, “এখন ডাম্পিং এর কাজ চলছে এবং এটি সম্পন্ন করতে সময় লাগবে।”

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন