Logo
Logo
×

জাতীয়

‘রোহিঙ্গা অনুপ্রবেশ আটকানো খুব কঠিন হয়ে পড়েছে’

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:১৯ পিএম

‘রোহিঙ্গা অনুপ্রবেশ আটকানো খুব কঠিন হয়ে পড়েছে’

ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, রোহিঙ্গারা সীমান্তে দুর্নীতির আশ্রয় নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে, যা থামানো খুব কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন, সীমান্তে প্রচুর দুর্নীতি রয়েছে, যা অস্বীকার করার কোনো উপায় নেই। রোহিঙ্গারা নৌকা ও বিভিন্ন পথে বাংলাদেশে প্রবেশ করছে।

সীমান্ত এবং রাখাইনের সমস্যার সমাধানে মিয়ানমারকে বাংলাদেশ চাপ দিয়েছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা।

রবিবার (২২ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান। সম্প্রতি থাইল্যান্ডে অনুষ্ঠিত বাংলাদেশ, মিয়ানমার, ভারত, চীন ও লাওসের মধ্যে অনুষ্ঠিত অনানুষ্ঠানিক পরামর্শ সভার বিষয়গুলোও তুলে ধরেন তিনি।

তৌহিদ হোসেন জানান, মিয়ানমারকে বলেছি, বর্ডার তোমাদের নিয়ন্ত্রণে নেই, অন্যের নিয়ন্ত্রণে চলে গেছে। আমরা রাষ্ট্র হিসেবে নন অ্যাক্টর (আরাকান আর্মি) যারা নিয়ন্ত্রণে নিয়েছে, তাদের সঙ্গে দরকষাকষি করতে পারি না। কাজেই তোমাদের দেখতে হবে কোন পদ্ধতিতে সীমান্ত এবং রাখাইনের সমস্যার সমাধান করবে।

সভায় আলোচনায় প্রধানত তিনটি বিষয় উঠে আসে: সীমান্ত সমস্যা; মাদক, অস্ত্র ও মানবপাচার এবং মিয়ানমারের রাজনৈতিক ভবিষ্যৎ ও বর্তমান অবস্থা। তবে সবাই মিয়ানমারের চলমান সংকটের সমাধান চেয়েছেন।

থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে বিভিন্ন দেশের নেতারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের নেতৃত্বে ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

তৌহিদ হোসেন জানান, গত দুই মাসে নতুন করে ৬০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। 

তিনি বলেন, আমাদের নীতিগতভাবে অবস্থান ছিল, আর কোনো রোহিঙ্গাকে ঢুকতে দেবো না। তবে পরিস্থিতির কারণে আমরা নতুন করে ৬০ হাজার রোহিঙ্গাকে প্রবেশ করতে দিয়েছি। তারা বিভিন্ন পথে দেশে ঢুকেছে।

সীমান্ত ইস্যুতে আলোচনা হয় উত্তর-পূর্ব, দক্ষিণ এবং পশ্চিমের সীমান্ত নিয়ে। সীমান্তে স্ক্যাম সেন্টার ও ইন্টারনেট ব্যবহার করে সংঘটিত অপরাধ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এছাড়া মাদক সমস্যা নিয়েও আলোচনা হয়। তৌহিদ হোসেন বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে শান্তি বা স্থিতিশীলতা অর্জন সম্ভব হবে না।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন