Logo
Logo
×

জাতীয়

ইজতেমা মাঠে সংঘর্ষের ঘটনায় সাদপন্থী নেতা মুয়াজ তিন দিনের রিমান্ডে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ০৪:০৯ পিএম

ইজতেমা মাঠে সংঘর্ষের ঘটনায় সাদপন্থী নেতা মুয়াজ তিন দিনের রিমান্ডে

ইজতেমা মাঠে সংঘর্ষের ঘটনায় সাদপন্থী নেতা মুয়াজ বিন নূরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন গাজীপুরের চিফ মেট্রোপলিটন কোর্ট। রোববার (২২ ডিসেম্বর) সকালে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে তাকে এজলাসে হাজির করা হয়।

পুলিশের পক্ষ থেকে সাত দিনের রিমান্ডের আবেদন করা হলেও অতিরিক্ত চিফ ম্যাজিস্ট্রেট আলমগীর আল মামুন শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, শুক্রবার রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে মুয়াজ বিন নূরকে গ্রেপ্তার করা হয়।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় সাদ অনুসারী ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েক শতাধিক ব্যক্তিকে আসামি করে টঙ্গী পশ্চিম থানায় হত্যা মামলা দায়ের করেন মাওলানা জুবায়ের অনুসারী আলম হোসেন।

উল্লেখ্য, ১৮ ডিসেম্বর তুরাগ তীরে ইজতেমা মাঠের দখল নিয়ে জুবায়ের ও সাদপন্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে তিনজন নিহত এবং শতাধিক আহত হন। সংঘর্ষের পর ইজতেমা মাঠ এবং আশপাশের তিন কিলোমিটার এলাকাজুড়ে সভা-সমাবেশ, অবস্থান, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন করা হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন