আওয়ামী সরকারের প্রেস উইংয়ের মূল কাজ ছিল সংবাদ বন্ধ করা: প্রেস সচিব
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ০২:০৫ পিএম
আওয়ামী সরকারের প্রেস উইংয়ের মূল কাজ ছিল সংবাদ বন্ধ করা: প্রেস সচিব
আওয়ামী সরকারের প্রেস উইংয়ের কাজই ছিল সংবাদ দমন করা, তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এমন কোনো কার্যকলাপ করছে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
রোববার (২২ ডিসেম্বর) দুপুরে "গণতান্ত্রিক পুনর্গঠন ও গণমাধ্যম" নিয়ে এক আলোচনায় তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের বেতন প্রসঙ্গে তিনি বলেন, ওয়েজ বোর্ড সিস্টেম বাতিল করে ন্যূনতম বেতন ব্যবস্থা চালু করা প্রয়োজন। বর্তমান ওয়েজ বোর্ড সিস্টেম ত্রুটিপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, একটি নির্দিষ্ট বেসিক বেতনের নিচে কাউকে নিয়োগ দেওয়া উচিত নয়। ন্যূনতম বেতন আইন কঠোরভাবে বাস্তবায়নের ওপর তিনি জোর দেন এবং এ আইন লঙ্ঘন করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার পরামর্শ দেন। তিনি আরও বলেন, আন্ডারগ্রাউন্ড পত্রিকাগুলো চিহ্নিত ও উন্মোচন করা জরুরি, কারণ এসবের জন্যই সাংবাদিকরা কম বেতন পাচ্ছেন।
প্রেস সচিব আরও বলেন, সংবাদ কনটেন্টের ক্ষেত্রে সুরক্ষা প্রদান করতে হবে এবং যারা মূল কনটেন্ট তৈরি করেন তাদের কপিরাইট সুরক্ষা নিশ্চিত করা উচিত। তিনি মন্তব্য করেন, সাংবাদিকতা কোনো সস্তা পেশা নয়।
তিনি সাংবাদিকদের জন্য একটি শক্তিশালী ও স্বাধীন ইউনিয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন এবং জানান, সরকার ইউনিয়ন সংস্কারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে তিনি সতর্ক করেন, ভবিষ্যতের কোনো সরকার এই উদ্যোগ থামানোর চেষ্টা করতে পারে, যা প্রতিহত করার জন্য সবাইকে সোচ্চার থাকতে হবে।
গণমাধ্যমের বিভিন্ন ব্যর্থতা চিহ্নিত করে সেগুলোর পুনরাবৃত্তি বন্ধ করার ব্যাপারেও তিনি জোর দেন।