মেট্রোরেল যাত্রীদের জন্য সুখবর দিয়েছে ডিএমটিসিএল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ১১:৫৭ পিএম
ছবি : সংগৃহীত
ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) মেট্রোরেল যাত্রীদের জন্য সুখবর দিয়েছে। শনিবার রাতে ডিএমটিসিএলের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, মেট্রোরেল যাত্রীদের জন্য সুসংবাদ। আজ থেকে মেট্রো রেল স্টেশনগুলোতে চাহিদামতো সিঙ্গেল জার্নি টিকিট বিক্রি হচ্ছে।
পোস্টে আরও জানানো হয়, র্যাপিড পাস এবং স্থায়ী কার্ড-এমআরটি পাসও বিক্রি ও রিচার্জ করা হচ্ছে। ডিএমটিসিএল পরিবারের পক্ষ থেকে সবার সার্বিক সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
গত কয়েকদিন মেট্রো রেলে টিকিটের সংকট ছিল। একক যাত্রার কার্ড না থাকায় অনেক যাত্রীকে ফিরে যেতে হয়েছে। সরবরাহ না থাকায় স্থায়ী কার্ড বা এমআরটি পাস বিক্রিও বন্ধ ছিল।