দখলদারিত্ব ও চাঁদাবাজি আগের মতোই আছে : সমন্বয়ক হাসনাত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ১১:৫১ পিএম
ছবি : সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশে দখলদারিত্ব ও চাঁদাবাজি আগের মতোই আছে, শুধু দখলদার ও চাঁদাবাজ পরিবর্তন হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে কুমিল্লার দেবীদ্বারে উপজেলা পরিষদ হলরুমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত আলেম-ওলামাদের সাথে মতবিনিময় সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা।
এসময় হাসনাত আবদুল্লাহ আলেম-ওলামাদের উদ্দেশে বলেন, ‘আপনারা মসজিদের খুতবায় দখলদার, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলুন। এটি আপনাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। একটি চক্র বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা হচ্ছে বলে মিডিয়ায় প্রোপাগান্ডা ছড়াচ্ছে, এ বিষয়ে ইমাম ও আলেম সমাজকে হক্কের পক্ষে কথা বলতে হবে। বাংলাদেশ নিয়ে দেশে ও বিদেশে চক্রান্ত হচ্ছে, আপনারা এই চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ান।’
বক্তব্যে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘কেউ কেউ সাম্প্রদায়িক উসকানি দিয়ে সংঘাত লাগানোর চেষ্টা করছে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সংখ্যালঘুরা সবচেয়ে বেশি নিরাপদে রয়েছে এবং আমরাই তাদের সবচেয়ে বেশি নিরাপদে রাখতে পারব। যারা ধর্মীয় উসকানি দিয়ে সংঘাত লাগানোর চেষ্টা করবে, তাদেরকে শক্ত হাতে প্রতিহত করা হবে।’