Logo
Logo
×

জাতীয়

দখলদারিত্ব ও চাঁদাবাজি আগের মতোই আছে : সমন্বয়ক হাসনাত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ১১:৫১ পিএম

দখলদারিত্ব ও চাঁদাবাজি আগের মতোই আছে : সমন্বয়ক হাসনাত

ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশে দখলদারিত্ব ও চাঁদাবাজি আগের মতোই আছে, শুধু দখলদার ও চাঁদাবাজ পরিবর্তন হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে কুমিল্লার দেবীদ্বারে উপজেলা পরিষদ হলরুমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত আলেম-ওলামাদের সাথে মতবিনিময় সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা।

এসময় হাসনাত আবদুল্লাহ আলেম-ওলামাদের উদ্দেশে বলেন, ‘আপনারা মসজিদের খুতবায় দখলদার, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলুন। এটি আপনাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। একটি চক্র বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা হচ্ছে বলে মিডিয়ায় প্রোপাগান্ডা ছড়াচ্ছে, এ বিষয়ে ইমাম ও আলেম সমাজকে হক্কের পক্ষে কথা বলতে হবে। বাংলাদেশ নিয়ে দেশে ও বিদেশে চক্রান্ত হচ্ছে, আপনারা এই চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ান।’

বক্তব্যে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘কেউ কেউ সাম্প্রদায়িক উসকানি দিয়ে সংঘাত লাগানোর চেষ্টা করছে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সংখ্যালঘুরা সবচেয়ে বেশি নিরাপদে রয়েছে এবং আমরাই তাদের সবচেয়ে বেশি নিরাপদে রাখতে পারব। যারা ধর্মীয় উসকানি দিয়ে সংঘাত লাগানোর চেষ্টা করবে, তাদেরকে শক্ত হাতে প্রতিহত করা হবে।’

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন