Logo
Logo
×

জাতীয়

পাকিস্তান থেকে পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ১০:০৯ পিএম

পাকিস্তান থেকে পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ

পাকিস্তান থেকে পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ

পাকিস্তানের করাচি বন্দর থেকে কনটেইনার পণ্য বহন করে দ্বিতীয়বারের মতো চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে পানামার পতাকাবাহী জাহাজ ‘এমভি ইউয়ান জিয়াং ফা ঝং’।

এই জাহাজে পাকিস্তান থেকে সবচেয়ে বেশি পরিমাণে এসেছে পরিশোধিত চিনি, ডলোমাইট (খনিজ পদার্থ), কাঁচশিল্পের কাঁচামাল, সোডা অ্যাশ, রফতানিমুখী পোশাক শিল্পের জন্য কাপড়ের রোল এবং লোহার স্ক্র্যাপ।

পাকিস্তান থেকে আসার পথে সংযুক্ত আরব আমিরাত থেকেও ১০টি কনটেইনারে খাদ্যপণ্য, খেজুর, লুব্রিক্যান্ট অয়েল এবং যন্ত্রাংশ নিয়ে এসেছে জাহাজটি। এবারে পাকিস্তান ও আমিরাত থেকে মোট ৮১১ একক কনটেইনার পণ্য এসেছে, যার মধ্যে ৮৬ শতাংশ পণ্য পাকিস্তানের।

উল্লেখ্য, এর আগে গত নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে প্রথমবারের মতো ৩৭০ একক কনটেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছিল এই জাহাজ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন