অন্তর্বর্তী সরকারের নির্বাচনী রোডম্যাপকে সন্দেহজনক আখ্যা দিয়েছেন রিজভী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৫ পিএম
অন্তর্বর্তী সরকারের নির্বাচনী রোডম্যাপকে সন্দেহজনক আখ্যা দিয়েছেন রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাবিত নির্বাচনী রোডম্যাপকে সন্দেহজনক আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, এই রোডম্যাপ জনগণের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে জুলাই মাসের গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, দেশের যেকোনো আন্দোলন সংগ্রাম থেকে বিএনপি কখনো পিছপা হয়নি। আশি-নব্বইয়ের দশকে বিএনপি যা বলেছে, এখনও তাই বলছে। এ সময় জাতির প্রত্যেকটি অর্জনের সাথে বিএনপি জড়িয়ে আছে বলেও মন্তব্য করেন তিনি।
ছাত্র-জনতার আন্দোলনে হতাহতদের সহায়তা প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি আন্দোলনে আহত ও নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা করেছে। পাশাপাশি অনেকের বাসস্থান করে দিয়েছে।