Logo
Logo
×

জাতীয়

প্রাথমিক শিক্ষার উন্নয়নে জাপানের ৩৮ কোটি টাকা অনুদান

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ১১:১৯ পিএম

প্রাথমিক শিক্ষার উন্নয়নে জাপানের ৩৮ কোটি টাকা অনুদান

ছবি: সংগৃহীত

দেশের প্রাথমিক শিক্ষার উন্নয়নে জাপান অনুদান হিসেবে ৩৮ কোটি ৬৩ লাখ টাকা দিয়েছে। একটি বিশেষ কর্মসূচির আওতায় এই টাকা দেয়া হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ ও জাপান সরকারের মধ্যে ‘বিনিময় নোট’ ও ‘অনুদান চুক্তি’ সই হয়। দুই চুক্তিতে সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী।

অন্যদিকে জাপান সরকারের পক্ষে সই করেন করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। এছাড়া ‘অনুদান চুক্তি’ সই করেন ঢাকায় নিযুক্ত জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ ইগুচি তোমোহিদি।

ফোর্থ প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম বাস্তবায়ন শুরু হয়েছে ২০১৮ সালের জুলাই থেকে। আগামী বছরের জুনে শেষ হবে। এরই মধ্যে এ কর্মসূচির জন্য গত চার বছরে জাপান সরকার মোট ২ হাজার মিলিয়ন জাপানিজ ইয়েন অনুদান দিয়েছে। পঞ্চম বছরে শিক্ষকদের প্রশিক্ষণ ও পেশাদার উন্নয়নের কাজে ব্যবহৃত হবে  জাপানের দেয়া টাকা।

বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী দেশ জাপান। দেশ স্বাধীনের পর থেকে এখন পর্যন্ত জাপান ৩২ দশমিক ৬১ বিলিয়ন মার্কিন ডলারের প্রতিশ্রুতি দিয়েছে। জাপানের বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। যমুনা রেলসেতু তার মধ্যে অন্যতম। ঢাকায় মেট্রোরেল নির্মাণ করেছে জাপান। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন