Logo
Logo
×

জাতীয়

সিনেমা দেখে রোমাঞ্চের নেশায় রূপালী ব্যাংকে ডাকাতি : ঢাকা জেলা পুলিশ সুপার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ১০:৪৭ পিএম

সিনেমা দেখে রোমাঞ্চের নেশায় রূপালী ব্যাংকে ডাকাতি : ঢাকা জেলা পুলিশ সুপার

ছবি : সংগৃহীত

দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় হানা দেয়া ডাকাতরা সিনেমা দেখে অনুপ্রাণিত হয়ে রোমাঞ্চের নেশায় এমন কাজ করেছেন বলে জানিয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) আহম্মদ মুঈদ। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ঢাকার পুলিশ সুপার বলেন, চলচ্চিত্র দেখে অনুপ্রাণিত হয়ে রোমাঞ্চের নেশায় কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টা করেছেন আটককৃতরা। এ ঘটনায় নগদ ১৮ লাখ টাকা ও চারটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে।

জানা যায়, ঘটনার শুরু বৃহস্পতিবার দুপুরের পর। কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিনজিরা শাখার ভেতরে হঠাৎই ঢুকে পড়ে একদল ডাকাত। অস্ত্রের মুখে ব্যাংটির কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করে নগদ ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন তারা।

ডাকাতির এই ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকার চারদিকে। স্থানীয় জনতা ব্যাংকের দরজা বন্ধ করে দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দিলে উপস্থিত হয় পুলিশ ও র‌্যাবের একাধিক টিম। ঘটনাস্থলে পৌছায় সেনাবাহিনীও।

প্রায় তিন ঘণ্টা রুদ্ধশ্বাস অভিযানের পর সন্ধ্যা সাড়ে ৫টার দিকে জিম্মি ঘটনার অবসান হয়। পুলিশ জানিয়েছে, ডাকাত দলের তিন জন যৌথবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় নিরাপদে বের করা হয় ব্যাংকের ভেতরে থাকা কর্মকর্তা ও কর্মচারিদের। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন