২০২৫ সালের মধ্যেই নির্বাচন সম্ভব বলে মনে করে গণতন্ত্র মঞ্চ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ০৬:১৭ পিএম
গণতন্ত্র মঞ্চ মনে করে, অন্তর্বর্তী সরকারের কাজের গতি থাকলে ঐকমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে ২০২৫ সালের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাজধানীর তোপখানা রোডে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মঞ্চের শীর্ষ নেতারা এ মন্তব্য করেন।
গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতারা অন্তর্বর্তী সরকার প্রধান কর্তৃক জাতীয় নির্বাচন ও জাতীয় ঐকমত্যসংক্রান্ত কমিশন গঠনের ধারণাকে স্বাগত জানিয়ে বলেন, সরকারের কাজের গতি ও দক্ষতা থাকলে ঐকমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার করে ২০২৫ সালের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব।
নেতারা গতকাল উচ্চ আদালত কর্তৃক সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কয়েকটি ধারা বাতিলসংক্রান্ত রায়কে স্বাগত জানিয়ে বলেন, এই রায়ের মধ্য দিয়ে সংবিধানে জাতীয় নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার পথ প্রশস্ত হলো।
নেতারা আইশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হওয়ার উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বলেন, বাস্তবে প্রশাসনে স্থবিরতা চলছে। একশ্রেণির আমলারা ব্যক্তিগত এজেন্ডা ও প্রতিহিংসা চরিতার্থ করতেই ব্যস্ত রয়েছে।
নেতারা বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মহিবুল হককে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেপ্তারের ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন। তারা বলেন, চার বছর আগে অবসরে যাওয়া মহিবুল হককে ২০২৩ সালের ২৮ অক্টোবরবিরোধী দলসমূহের মহাসমাবেশে এক হত্যার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। মামলার বাদী আদালতে উপস্থিত হয়ে তার মামলার সাথে মহিবুল হকের কোনো ধরনের সংশ্লিষ্টতা না থাকার কথা জানিয়ে হলফনামা দিলেও গত এক মাসে তার জামিন হয়নি। তিনি যাতে জামিনে ছাড়া না পান তার জন্য ২০২৪ এর গণঅভ্যুত্থানে এক নিহতের মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
তারা বলেন, ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করতেই সরকারি পদ ও ক্ষমতা ব্যবহার করে মহিবুল হককে অন্যায়ভাবে জেলে পুরে রাখা হয়েছে। এই ধরনের হয়রানিমূলক মামলা চলতে থাকলে প্রকৃত অপরাধীরা পার পেয়ে যেতে পারে। নেতৃবৃন্দ অবিলম্বে আইনানুগভাবে মহিবুল হকের মুক্তি দাবি করেন।