Logo
Logo
×

জাতীয়

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১০ কর্মকর্তাকে বদলি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ০৪:২৫ পিএম

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১০ কর্মকর্তাকে বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১০ কর্মকর্তাকে বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন পদমর্যাদার ১০ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত পৃথক তিনটি আদেশে এ বদলি করা হয়।

বদলি হওয়া কর্মকর্তারা হলেন, যুগ্ম কমিশনার সুলতানা নাজমা হোসেনকে ডিএমপি সদরদপ্তরে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জাহাঙ্গীর আলমকে তেজগাঁও বিভাগের তেজগাঁও জোনের এডিসি হিসেবে, এডিসি মীর আসাদুজ্জামানকে রমনা বিভাগের রমনা জোনের এডিসি হিসেবে, এডিসি তারিক আহমেদ আস সাদিককে সিকিউরিটি এন্ড সার্ভিলেন্স (আইএডি) বিভাগের এডিসি হিসেবে, এডিসি ফরহাদ হোসেনকে ডিএমপির অর্থ বিভাগের এডিসি হিসেবে ও এডিসি মারুফা নাজনীনকে উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন বিভাগের এডিসি বদলি করা হয়েছে।

পৃথক আরেক আদেশে সহকারী পুলিশ কমিশনার (এসি) এহসানুল কামরান ও এসি শামীম হোসেনকে গোয়েন্দা বিভাগে বদলি করা হয়েছে। 

এছাড়া এসি শরীফ উল আলমকে মিরপুর ট্রাফিক বিভাগ ও জাকির হোসেনকে তেজগাঁও জোনের এসি পেট্রোল হিসেবে বদলি করা হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন