Logo
Logo
×

জাতীয়

ইসিতে দুদকের অভিযান

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ০৪:০২ পিএম

ইসিতে দুদকের অভিযান

ফাইল ছবি

জাতীয় পরিচয়পত্র ছাড়াও (এনআইডি) বিভিন্ন সেবায় হয়রানি ও দুর্নীতির অভিযোগ ওঠায় নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে দুদকের একটি টিম অভিযানে যায়। সংস্থাটির সহকারী পরিচালক আসিফ অভিযানে নেতৃত্ব দিচ্ছেন। অভিযানের কার্যালয়ের প্রবেশের আগে তারা রেকি করেন।  

দুদকের সহকারী পরিচালক আসিফ সাংবাদিকদের বলেন, নাগরিকদের ব্যক্তিগত তথ্য সংশোধন, এনআইডি সেবায় হয়রানি, দুর্নীতির অভিযোগে অভিযান পরিচালনা করা হবে। এনআইডি সেবায় হয়রানি ও ঘুষ বাণিজ্যের বিষয়ে গণমাধ্যমের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আমরা অভিযান করতে এসেছি।

এদিকে এর আগে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সেবা প্রদানে গ্রাহক হয়রানি ও ঘুষ লেনদেনের অভিযোগসহ বিভিন্ন অনিয়মে ঢাকার তেজগাঁও রেজিস্ট্রেশন ও ভূমি অফিসে ছদ্মবেশে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ নির্বাচন কমিশন কার্যালয়ে নাগরিকদের ব্যক্তিগত তথ্য সংশোধন, স্মার্ট এনআইডি কার্ড প্রিন্টসহ জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত অন্যান্য সেবার নামে কোটি কোটি টাকা ঘুষ লেনদেনের চাঞ্চল্যকর তথ্য পাওয়ার পর অভিযানে দদুক।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন