Logo
Logo
×

জাতীয়

বিডিআর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ট্রাইব্যুনালে স্বজনদের অভিযোগপত্র জমা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ০২:৪৬ পিএম

বিডিআর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ট্রাইব্যুনালে স্বজনদের অভিযোগপত্র জমা

বিডিআর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ট্রাইব্যুনালে স্বজনরা অভিযোগপত্র জমা দিয়েছেন। তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি করেছেন এবং এই হত্যাকাণ্ডের ন্যায্য বিচার নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকিসহ ৫৭ জনের বিরুদ্ধে অভিযোগ জমা দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শহীদ পরিবারের পক্ষে অ্যাডভোকেট উদয় তাসমীর বিষয়টি নিশ্চিত করেছেন। 

এসময় তৎকালীন বিডিয়ারের ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে ব্যারিস্টার রাকিন আহমেদ, শহীদ কর্নেল মুজিবুর হকের স্ত্রী ফেরদৌসী, কর্নেল কুদরত এলাহীর ছেলে সাকিব রহমানসহ ১৫-২০ জন শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন