Logo
Logo
×

জাতীয়

ইন্টারনেট শাটডাউনে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়েছিল : জাপানের রাষ্ট্রদূত

Icon

যুগের চিন্তা ২৪ প্রতিবেদক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ১২:৩২ এএম

ইন্টারনেট শাটডাউনে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়েছিল : জাপানের রাষ্ট্রদূত

ছবি: সংগৃহীত

ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে জুলাই বিপ্লব চলাকালে আওয়ামী লীগ সরকার যেভাবে ইন্টারনেট শাটডাউন করে রেখেছিল, তাতে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। 

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাজধানীর রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ‘বেসিস জাপান ডে ২০২৪’ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।  জাপানের রাষ্ট্রদূত বলেন, ইন্টারনেট শাটডাউন গত সরকারের আমলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে। আশা করি, অন্তর্বর্তী সরকার ও যারা আগামীতে সরকারে গঠন করবেন, এমন কাজ করবেন না।

তিনি বলেন, গত সপ্তাহে আমি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছি। আইসিটি খাত নিয়ে তাকে কিছু পারস্পরিক উদ্যোগ ও পরিকল্পনার কথা জানিয়ে এসেছি।

ইওয়ামা কিমিনোরি আরো বলেন, সরকারি-বেসরকারি উভয়ের মধ্যেই আইসিটি উন্নয়নে প্রতিযোগিতা, সহযোগিতা ও দীর্ঘমেয়াদি ব্যাপক পরিকল্পনা নিতে হবে। ব্যবসায় পরিবেশ উন্নয়ন হলে জাপান থেকে বাংলাদেশে আরো বিনিয়োগ আসবে। এজন্য স্বচ্ছতা ও জবাবদিহিতাকে পাশ কাটিয়ে যাওয়া যাবে না। জাপানি বিনিয়োগকারীদের ওপর থেকে বাংলাদেশ সরকার বাড়তি কর তুলে নেয়ার উদ্যোগ নিলে আমরা সাধুবাদ জানাবো।

এ সময় সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বাংলাদেশের দক্ষ-অদক্ষ তরুণদের জাপানে কর্মসংস্থানের সুযোগ করে দিতে জাপানের রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান ।

আইসিটি সচিবের সেই আহ্বানে সাড়া দিয়ে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি অন্তর্বর্তী সরকারকে দৃঢ় সমর্থন দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সচিব শীষ হায়দার বলেন, পঞ্চম শিল্পবিপ্লবের সময়ে আইসিটি অর্থনীতির চালিকাশক্তি। এক্ষেত্রে জাপানের আইসিটি খাতে বাংলাদেশের তরুণেরা সেরা কর্মী হয়ে উঠবে।

তিনি আরো বলেন, ডিজিটাল পাবলিক অবকাঠামো গড়ে তুললেও ডিজিটাল বৈষম্য ঘোঁচাতে আমরা সমন্বয়ের ঘাটতি অনুভব করছি। জাপান আমাদের বিশ্বস্ত বন্ধু রাষ্ট্র। জাপান সরকার ও বিনিয়োগকারীদের সহায়তায় আগামীতে তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশ মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জাপানের মিয়াজাকি বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং সহ-সভাপতি ইয়াসুয়ে ইয়োশিনারি, জাইকার বাংলাদেশ প্রধান ইচিগুচি তোমোহিদে এবং জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (জেবিসিসিআই) সভাপতি তারেক রফি ভুঁইয়া প্রমুখ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন