Logo
Logo
×

জাতীয়

ডেঙ্গু কেড়ে নিল আরও ৫ প্রাণ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৬ পিএম

ডেঙ্গু কেড়ে নিল আরও ৫ প্রাণ

ফাইল ছবি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭৪ জন। এছাড়া ডিসেম্বরের ১৮ দিনে ডেঙ্গুতে মৃত্যু ৬৮ জনে দাঁড়িয়েছে।

এ নিয়ে বছরে রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৫৬ জনে। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৩৩ জন। ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ১০৩ জন। বরিশাল বিভাগে ৫৮ জন, চট্টগ্রাম বিভাগে ৫২ জন, ঢাকা বিভাগে ৪৯ জন, খুলনা বিভাগে ৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ৮ জন ছাড়াও রংপুর বিভাগে ৩ জন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে একজন মারা গেছেন।

বুধবার (১৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

একদিনে ডেঙ্গুতে মৃত ৫ জনের মধ্যে চারজনই ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। এরমধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) দুইজন ও উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) দুইজনের মৃত্যু হয়েছে। বাকি একজন খুলনা বিভাগে চিকিৎসাধীন ছিলেন। 

একদিনে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ৬১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, খুলনা বিভাগে ৪৩ জন, চট্টগ্রাম বিভাগে ৪১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ৪০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ৩৮ জন, বরিশাল বিভাগে ৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ৯ জন, রাজশাহী বিভাগে ৪ জন, রংপুর বিভাগে ৩ জন এবং সিলেট বিভাগে দুইজন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ বছর হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৯৯ হাজার ৫৬৯ জন। এছাড়া এ বছর মোট ছাড়পত্র পেয়েছেন ৯৭ হাজার ৬৬৫ জনের। গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন ৪৫৪ জন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন