Logo
Logo
×

জাতীয়

প্রশ্নফাঁস মামলা : পিএসসির অফিস সহকারী ও পরিচ্ছন্নতাকর্মী গ্রেপ্তার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৩ পিএম

প্রশ্নফাঁস মামলা : পিএসসির অফিস সহকারী ও পরিচ্ছন্নতাকর্মী গ্রেপ্তার

বাঁ থেকে মো. আব্দুল আজিম ও রুপন চন্দ্র দাস। ছবি : সংগৃহীত

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বাংলাদেশ রেলওয়ের সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (নন ক্যাডার) পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের আরও দুই সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডি।

বুধবার (১৮ ডিসেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন— পিএসসির বিজ্ঞাপন শাখার অফিস সহকারী মো. আব্দুল আজিম ও পরিচ্ছন্নতা কর্মী রুপন চন্দ্র দাস।

মঙ্গলবার রাতে আগারগাঁও এলাকায় অবস্থিত বিপিএসসি প্রধান কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেপ্তার করে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)। তাদের কাছ থেকে ২টি মোবাইল, বিপিএসসির বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র, পরীক্ষার্থীদের প্রবেশপত্র, বিভিন্ন ব্যাংকের চেক ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। 

সিআইডি বলছে, একটি সংঘবদ্ধ চক্র গত ৫ জুলাই বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের (নন ক্যাডার) নিয়োগ পরীক্ষার প্রশ্ন এবং প্রশ্নের উত্তরপত্র পরীক্ষার্থীদের কাছে অর্থের বিনিময়ে বিতরণ করছে বলে সিআইডির সাইবার পুলিশ সেন্টার জানতে পারে। ওই ঘটনায় সাইবার পুলিশ সেন্টার পল্টন মডেল থানায় মামলা করে। পরে মামলাটির তদন্তকালে প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আব্দুল আজিম এবং রুপনকে গ্রেপ্তার করে। 

সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. আজাদ রহমান বলেন, এ পর্যন্ত ওই মামলায় মোট ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং দুইজন বিজ্ঞ আদালাতে আত্মসমর্পণ করেছেন। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা বিগত বছরগুলোতে অর্থের বিনিময়ে বিসিএসসহ পিএসসির বিভিন্ন গ্রেডের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। মামলার তদন্ত চলছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন